Laugh for live

Laugh for live

Saturday, December 3, 2011

একবার ক্লাস এ পরীক্ষা চলছে ; যে শিক্ষক হল পরিদর্শনে আছেন পুরো হল এ চক্কর দিচ্ছেন ছাত্ররা বিন্দুমাত্র সুযোগ পাচ্ছেনা দেখা দেখি বা কথা বলার। ঠিক এই সময় এক ছাত্র শিক্ষক কে একটা চিরকুট ধরিয়ে দিলো সাথে সাথে শিক্ষক তার চেয়ার এ গিয়ে চুপচাপ বসে পড়লেন!! কি ছিল চিরকুট এ?? ...।
.
.
.
.
.
.
"স্যার আপনার প্যান্ট পিছন থেকে ফাটা" :p :P
============================================================

BF: তার বান্দবিকে বলছে আচ্ছা বলতো ৬' ইঞ্চি একটা জিনিস যেটা দরলেই শরিরে অন্য রকম লাগে , আর আমি তোমাকে দিলে তুমি তা সাবধানে বিশেষ জায়গায় ঢুকিয়ে রাখ এবং আরও বেশী বেশি পরিমানে চাও। বলতো জিনিসটা কি?

GF: যা দুষ্ট , কি বল এইসব,আমার লজ্জা লাগে...আমি বলতে পারবোনা... !!!

BF:আরে লজ্জার কি আছে !! তুমিকি মনে করছ ??...আমি তো...
/
/
/
/

/
/
/
/৫০০৳ টাকার নোটের কথা বলছি!!! তোমার দেখি চিন্তাই খারাপ....? ?

=========================================================

আপনি কি বোর হচ্ছেন??
.
.
কিছু করতে ইচ্ছা করছে??
...
... ....
.....
......
........
.........
...........
তাহলে চেইন খোলেন
...
.....
......
.......
হাত ভিতরে ঢুকান
....
......
.......
........
আর ব্যাগ থাইকা বই বাহির কইরা পড়েন!! :P:P
....
.......
........
.........
কি ভাবসিলেন: D:D হে হে হে খাচ্চর কোথাকার :P:P

========================================================

বেড রুমে ঢুকে দেখে তার স্ত্রী আর অপরিচিত এক লোক সম্পূর্ন নগ্ন অবস্হায় খাঁটে শুয়ে যৌনকর্ম করছে। স্ত্রী চরম আনন্দে জোরে জোরে চিত্‍কার করছে। এটা দেখে লোকটির মাথা গরম হয়ে গেল। সে চেচিয়ে উঠলো “তোমরা কি করছ?”
অপরিচিত: গান শুনি
লোক:(দৌড়ে গিয়ে তার স্ত্রীর বুকে মাথা রেখে) ক্ই আমি তো শুনছি না?
অপরিচিত: আপনি তো হেডফোনের প্লাগ ই দেন নাই। শুনবেন কেমনে?


==========================================================

ম্যাডামঃ “transparent”(স্বচ্ছ) শব্দ টার একটা উদাহরণ দাও।

ছাত্রঃ ম্যাডাম্, এর উদাহরণ হচ্ছে , আপনার শাড়ির ভিতর দিয়ে “bra” দেখা যাচ্ছে। :P
ম্যাডাম রাগ হয়েঃ একটু তো লজ্জা শরম রাখো। :@ :@













ছাত্রঃ ম্যাডাম লজ্জা শরম আছে বলেই তো বলি নাই যে “bra” নিচের জিনিস টাও দেখা যাচ্ছে। :p :p :p

=========================================================

আবুল সাহেব ও তার স্ত্রীর sex এর secret code হলো ” পরোটা ভাজি”
প্রতিদিন সকালে খাবার টেবিলে আবুল সাহেব, তার স্ত্রী ও তাদের ৫ বছরের বাচ্চা একসাথে খেতে বসে।
আবুল সাহেব প্রতিদিন সকালে তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, ” কাল রাতে কয়টা পরোটা ভাজলাম?”
তার স্ত্রী কখনো উত্তর দেয় ৩টা, কখনো ৪টা, কখনো ৫টা,৬টা,৭টা ।

একদিন সকালে তার স্ত্রী বলল ৫টা।
কিন্তু আবুল সাহেব বলল ৪টা।
তারা কিছুতেই এই বিষয়ে এঁকে অপরের সাথে একমত না।
এই নিয়ে তাদের মধ্যে মহা তর্ক শুরু।

তাদের ১৭ বছরের একটা কাজের ছেলে ছিল। তখন ছেলেটি খাবার টেবিলে নাস্তা দিতে দিতে বলল,” কাল রাতে খালুরে দুধ দিতে আপনাদের রুমে ঢুকছিলাম,ঢুইকা দেখি তাওয়া ( fry-pan) গরম আছে,তাই আমিও একটা পরোটা ভাইজা ফেলসি।” :P :P :P

========================================================

এক ছোট বাচ্চা চিঠি লিখছে ঈশ্বরের কাছে এভাবেঃ
“হে ঈশ্বর আমার একটি বাইসাইকেলের অনেক শখ ।তাই বাইসাইকেল কেনার দশহাজার টাকা পাঠিয়ে দাও ।”
ব্যস এটুকু লিখে সে খামের উপর লিখলো ‘প্রাপক, ঈশ্বর’|
তারপর ডাকবাক্সে ফেলে এল।
এবার পিয়ন যখন এই চিঠি পেল তখন সে বেচারাতো পড়লো দারুণ বিপাকে ।কি করে,কি করে !! সে দেখালো তার কর্তাবাবুকে, তিনি আবার দেখালেন তার কর্তাবাবুকে এভাবে হাতে হাতে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে চিঠিটি গিয়ে পড়লো প্রধান মন্ত্রির হাতে ।
তিনি চিঠিটি পড়ে বললেনঃ তাকে হতাশ করা চলবে না ।ওর ঠিকানায় পাঁচশ টাকা পাঠিয়ে দাও ।
কিছুদিন পর সেই বাচ্চাটির আরেকটি চিঠি এসে পড়লো সেই পিয়নেরই হাতে ।এবার সে আর ভুল করলো না সোজা পাঠিয়ে দিলো প্রধানমন্ত্রির মারফত ।তো প্রধান মন্ত্রী চিঠিটি খুলে পড়ছেনঃ
হে ঈশ্বর,আমি জানি যে তুমি আমার চিঠি পেয়ে খুশি হয়ে তুমি ঠিকই আমার জন্য দশ হাজার টাকা পাঠিয়েছিলে কিন্তু প্রধানমন্ত্রী জোচ্চুরি করে সাড়ে নয় হাজার টাকা মেরে দিয়ে আমায় শুধু পাঁচশ টাকা পাঠিয়েছে ।আমি এর বিচার চাই ।…….


========================================================

একদিন একলোক অফিস থেকে বাসায় এসে বেডরুমে ঢুকতেই দেখল বিছানায় তার স্ত্রীকেসম্পূর্ণ নগ্ন, কম্পমান ও ঘর্মাক্ত অবস্থায় আবিস্কার করলো!

ভীতসন্ত্রস্থ হয়ে সে স্ত্রীকে জিগ্গেস করলো, “তোমার কি হয়েছে?”
স্ত্রী কাপতে কাপতে বলল,”মনে হয় আমার হার্ট এটাক হয়েছে!”

তাড়াতাড়ি ডাক্তার ডাকতে রুম থেকে বের হবার সময় তার কত ছেলেটি ভয়ে ভয়ে
বলল,”বাবা, ও বাবা, রোকন চাচা না তোমার আলমারিতে ল্যাংটা হয়ে ঢুকা আছে!”
তখন লোকটি আলমারি খুলে দেখলআসলেই তো তাই|

বেশ রাগ হয়ে সে বলল,”আচ্ছা রোকন তোমার আক্কেলটা কি? আমার বউ হার্ট এটাকে মারা
যাচ্ছে আর তুমি কিনা ল্যাংটা হয়ে আমার বাচ্চা ছেলেটাকে ভয় দেখাচ্ছ?”

=============================================================

নার্স ডাক্তারকে বলছেঃ
নার্সঃ (চিন্তিত হয়ে) স্যার, যতবার নিচু হয়ে আমি পেসেন্টের পালস দেখতে যাচ্ছি ততবার উনার পালস বেড়ে যাচ্ছে। কি করি ?



… ▐












ডাক্তারঃ
“আপনার ব্লাউজের বোতামটা খোলা, ওইটা ভাল করে আটকে নিন পালস ঠিক হয়ে যাবে ! :P :P :P

====================================================

একটি ছোট ছেলে একটি চাকু নিয়ে তার হাতে তার গার্লফ্রেন্ডের নাম লিখল।
কয়েক মিনিট পর সে জোরে কাঁদতে লাগল
কেন? ব্যাথা করছে?

না !
তাহলে?

বানান ভুল হইসে !!!

=====================================================

স্ত্রী : জানো আজ একটা বাজে জিনিস হয়েছে৷
স্বামি : কী?
স্ত্রী : আজ গোছল করে কাপড় বদলানোর সময় ভুলে সদর দরজা খোলা ছিল৷
স্বামি : কী সর্বনাশ ৷ কোন সমস্যা হয়নিতো?
স্ত্রী : সমস্যা হয়নি মানে৷ আমি কেবল ব্রা পরছি এমন সময় তোমার বন্ধু ঘরে ঢোকে! কি লজ্জার ব্যাপার বলতো?
স্বামি : তখোন তুমি কি করলা? (রাগত ও আশ্চর্য গলায়)
স্ত্রী : আমি আর কি করব৷ লজ্জায় ব্রা দিয়ে মুখ ঢাকলাম..


======================================================

টিচারঃ "তুমি দেরিতে এসেছ কেন???"
ছাত্রঃ " স্যার, বাবা মা ঝগড়া করছিলো"
টিচারঃ "তার সাথে তোমার দেরিতে আসার সম্পর্ক কি??"
ছাত্রঃ "আমার এক জুতা বাবার হাতে, আরেক জুতা মার হাতে ছিল

======================================================

এক বিজ্ঞানী জঙ্গলে দীর্ঘদিন যাবত যৌন ক্ষমতা বৃদ্ধি নিয়া গবেষনায় মত্ত। অবশেষে তিনি একটা ইঞ্জেকশন আবিস্কার কইরা ফালাইলেন। এখন টেষ্ট করানোর জন্য কেউরে পাইতেছে না।
শেষমেষ নিজের পোষা বিড়ালের উপর সেইটা প্রয়োগ কইরা দিলেন। বিলাই যৌন উন্মাদনায় উত্তেজিত হইয়া যেইখানেই ফুটা পায় সেখানেই করা শুরু করে। বিজ্ঞানী সফল হইলে ও বিলাই লইয়া বিপদে পইড়া গেলেন। বিলাইয়ের সেক্স কিছুতেই কমে না। যখন যা পায় সেইটার লগেই সেক্স করবার যায়। শেষে বিজ্ঞানী বিলাইরে ধইরা ডীপ ফ্রীজে ঢুকাইয়া রাখল যাতে মইরা গেলে সকালে ফালাইয়া দিতে পারে।
সকালে বিজ্ঞানী ফ্রীজ খুইলা তাজ্জব হইয়া গেল, দেখল বিলাই খালি ঘামাইতেছে আর ঘাম মুছতেছে।
বিজ্ঞানী জিগাইল কিরে তুই মরস নাই ? বিলাই চিল্লাইয়া কইলঃ শালা, কাচা মুরগির লগে করা যে কি কষ্ট সেইটা তুই কি কইরা বুঝবি ? :P :P :P

===============================================

একদিন ঘর মুছতে গিয়ে কাজের মহিলা বেগম সাহেবার
খাটের নীচে ব্যবহৃত কনডম পড়ে থাকতে দেখলো।

সে বেগম সাহেবা কে এটা কী তা জানতে চাইল।

বেগম : কেন? তোর জামাই কখনো তোর সাথে ওইসব
করে না?

… কাজের মহিলা : করে। কিন্তু তার ওইটার
চামড়া তো কহনো খুইল্লা পড়ে না। :P :P :P

======================================================

পাপ্পুদের পাশের ফ্লাটে নতুন ভাড়াটিয়া এসেছে।

ভাড়াটিয়ার আবার সুন্দরী একটা মেয়েও আছে।
একদিন সেই মেয়ে টি-শার্ট পরে বের হলো। পাপ্পু দেখলো মেয়েটার টি-শার্টে চমৎকার একটি গাড়ীর ছবি আঁকানো। সেদিকে একদৃষ্টিতে পাপ্পুকে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করল-

“কি ভাই, টি-শার্টে গাড়ী আগে কখনো দেখেন নি?”

পাপ্পু তোতলাতে তোতলাতে…জি, গাড়ী তো দেখেছি কিন্তু এতো বড় বড় হেডলাইট তো আগে দেখি নাই!!”

=======================================================

একটা প্রশ্ন- একটা মেয়ে যখন ৩/৪ টা ছেলের সাথে বিছানায় শোয় তখন সবাই তাকে পতিতা বলে, কিন্তু একটা ছেলে যখন ৭/৮ টা মেয়ের সাথে শোয় তখন সবাই তাকে আসল পুরুষ বলে, কিন্তু কেনো?





উত্তর - ব্যাপারটা আসলে এরকম্, যখন একটা তালা ৩/৪ টা চাবি দিয়ে খুলে তখন সেটা খারাপ তালা আর যখন একটা চাবি দিয়ে ৭/৮ টা তালা খুলে তখন সেটা মাস্টার কী (Master Key) ।

======================================================

এক লোক জেলখানা থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে|
এমতাবস্তায় রাস্তায় প্রসাব পেলে রাস্তার পাশে দাড়িরে প্রসাব করে উঠে পরেন ।
তখন এক মৌলবি ধরনের লোক দেখলেন লোকটিপ্রসাব এর পর পানি ব্যবহার করেননি, তখন লোকটিকে বললেন
হুজুর: আপনার কাজটা ভাল হয়নি.
লোকটি: কেন?
হুজুর: আপনি তো প্রসাব করে পানি ব্যবহার করেননি!
… লোকটি: (রাগের ভঙ্গিতে) কি বললেন আপনি যার জন্য ৩ বছর জেল খাটলাম তার মাথায় পানি ঢালব আমি???

=======================================================

একজন মেয়ে আসল কাপড় ক্রয় করতে ।
মেয়ে: ভাই এই জামাটার দাম কত?
দোকানদার: চালাকি করে বললেন ৫ টা kiss ।
ময়ে: ঐ জামাটার দাম কত?
দোকানদার: ১০ টা kiss.
মেয়ে: ২টাই প্যাকেট করে দিন ।আমাদের কজের বুয়া বিল দিয়ে যাবে ।

=========================================================

Jokes.... 18+

তিন টিনএজ বান্ধবী এক সাথে এক ফ্ল্যাটে থাকে। একি বিশ্ববিদ্যালয়ে পড়ে। পরের শনিবার থেকে তাদের পরবর্তী সেমিস্টার শুরু হবে। তাই শুক্রবার দিন তিন বান্ধবী একসাথে ডেটিং এ বেড় হলো। সারাদিন ডেটিং করার পর কাকতালীয় ভাবে সন্ধ্যায় এক সাথে তিনজন বাসায় ফিরলো।

প্রথম এক বান্ধবী উৎফুল্ল ভাবে অপর দুইজনকে বলল- “রোমাঞ্চকর ডেটিং হচ্ছে বাসায় ফিরে যখন দেখবে তোমার পরিপাটি চুল এবড়ানো থেবড়ানো, নিজেকে আয়নায় দেখলে পাগলীনি মনে হবে সেটা।”

দ্বিতীয় বান্ধবী প্রথম বান্ধবীর উপর লাফ দিয়ে পরে বলল- “হলো না, সব চেয়ে রোমাঞ্চকর ডেটিং হচ্ছে বাসায় ফিরে যখন দেখবে তোমার সুন্দর ম্যাকাপ নিঃশেষ হয় গেছে, তোমার ঠোঁটে লিপস্টিকের লেশ মাত্র নেই।”

তৃতীয় বান্ধবী চুপ করে বসে বসে তাদের কথা শুনছিলো। কোন কথা বলছিলো না। অনেকক্ষণ চুপ করে থাকার পর নিজের অন্তবাস খুলে দেয়ালের দিকে ছুরে মেরে বলল – “সব চেয়ে রোমাঞ্চকর ডেটিং একেই বলে।”



দুই কুত্তা গ্রামে খাবার কমে যাওয়া শহরে আসছে। এসে একটা গেছে উত্তরে একটা দক্ষিণে। একমাস পর দুইটার দেখা। উত্তরেরটা অনেক মোটাতাজা হয়ে গেছে কিন্তু দক্ষিণেরটা আরও শুকায়ে গেছে। তো উত্তরেরটা দক্ষিণেরটারে কইছে, তুমি উত্তরে চলে আস, উত্তরে অনেক খাবার, তুমি অনেক মোটা হয়ে যাবে।

: না
: কেন?
: আমি অপেক্ষায় আছি।
: কিসের অপেক্ষা?
: আছে বলা যাবে না।

একমাস পর আবার তাদের দেখা। এইবার দক্ষিনেরটা আরও শুকায়ে গেছে। কিন্তু তারপরও সে উত্তরে যাবে না। শুধু বলে সে অপেক্ষায় আছে।

আরও একমাস পর তাদের আবারও দেখা। দক্ষিণেরটার অবস্থা এইবার মরমর। তো উত্তরের জন কইছে হয় এইবার তুমি আমার সাথে আসবা না হয় কইবা তুমি কিসের অপেক্ষায় আছো।
: তাইলে শুনো। ঐ যে সাদা বাড়িটা দেখ। ঐখানে একটা নতুন বৌ আসছে। সে রান্না খুব একটা পারে না। একদিন তরকারিতে লবন বেশী দিয়া ফেলছিল। তখন জামাইডা কইছে আর একদিন যদি তরকারিতে লবন বেশী হয় তরে আমি কুত্তা দিয়া চাটামু। আমি অপেক্ষায় আছি আবার কবে তরকারিতে লবন বেশী হবে।

উপরের দুইটা নেট থেকে নিয়েছি

আর ৩ নাম্বারটা দোস্তদের মুখথেকে শুনেছি


মিয়া বিবি ঘর করতেছে কয়েক দিন নতুন বিয়া হইছে
বিবি মিয়া কে বলতেছে আমার ইলিশ মাছ খাইতে ইচ্ছা করতেছে বাজার থেকে ইলিশ নিয়া আসবে
মিয়া বাজার থেকে ইয়া বড় ইলিশ নিয়া বাড়ীর দিকে আসতেছে পথে শশুড়বাড়ীর সামনে শাশুড়ীর সাথে দেখা
শাশুড়ী> জামাই কি নিয়া যাইতেছেন
মিয়া > ইলিশ মাছ আপনার মাইয়ার লাইগা
শাশুড়ী> তয় আমার একটা প্রশ্নের উত্তর দিয়া যান সঠিক জবাব দিতে পারলে মাছ নিয়া যাইবেন ভুল উত্তরে আপনি মাছ পাইবেন না
মিয়া > ঠিক আছে, জিগান কি প্রশ্ন?
শাশুড়ী> মেয়েদের ুদা সামনে না পিছনে?
মিয়া > সামনে
শাশুড়ী> হয় নাই বলে পাছার কাপড় খুলিয়া পাছা দেখাইয়া কইলো মেয়েদের ুদা পিছনে
মিয়া সঠিক জবাব দিতে না পারিয়া মাছ ছাড়াই বাড়ীতে চলিয়া গেল । বিবিরে কইলো তোমার মায়ের প্রশ্নের জবাব দিতে পারি নাই তাই তোমার মায়ে মাছ রাইখা দিছে

পরদিন আবার বাজার থেকে মাছ কিনিয়া আসতেছে আবার পথে শাশুড়ী পাইছে লাগাল

শাশুড়ী> আইজ কা কি মাছ?
মিয়া > গত কাইলের মতই
শাশুড়ী> গত কাইলের প্রশ্নের জবাব দিয়া যাও,
মিয়া > মনে মনে চিন্তা করলো যে গত কাইল সামনে কইছিলাম দেখাইছে পিছনে তা হলে পিছনেই হবে ুদা , তাই সে কইলো ুদা পিছনে

শাশুড়ী সামনের কাপড় উঠাইয়া কইলো ুদা সামনে
মিয়া> তাজ্জব হইয়া গেল এবং মাছ ছাড়াই বাড়ীতে গেল



বিবি> মাছ কোথায়?
মিয়া> তোমার মায়ের ুদা গত কাইল ছিল পিছনে আইজ কা আইছে সামনে ,খালি সামনে পিছনে যায়
যে দিন সঠিক জায়গায় আইবো সে দিনই মাছ খাইতে পারবা


মানে চতুরের সাথে কখনো পেরে উঠা যায় না

Thursday, September 22, 2011

18+

1. ছেলেটি তার girlfriend এর সাথে মজা করে ছড়া বলছে:
"Six plus three is nine,
I can enter in you but you cant enter in mine".
জবাবে মেয়েটি বলছে:
“Five plus four is also nine,
I can measure your length
but you can't measure the depth of mine"

====================================================

2. এক ভদ্রলোকের বিরূদ্দ্বে তার সদ্যমৃতা বৌ এর সাথে Sex করার অভিযোগ আনা হলো:
বিচারক:আমি আমার চাকুরী জীবনে এমন জঘন্য মামলা ইতিপূর্বে আর কখোনোই পরিচালনা করিনি,কেন আপনি এটা করলেন,নিদেননপক্ষে একটি কারন কি আপনি বলতে পারবেন?
ভদ্রলোক:অবশ্যই,একটি নয়,আমি তিনটি কারন বলতে পারবো:আপনি এখানে মোটেও নাক গলাতে পারেন না,কারন সে আমার বৌ,আমি একদম বুজতেই পারিনি সে মরে গেছে এবং আমাদের দাম্পত্য-জীবনে বিছানায় সবসময় তাকে আমি এ অভিনয়ই করতে দেখেছি!!!!!

====================================================

3. I Q Test:
মেয়েরা তাদের Mobile Phone কেনো তাদের T-Shirt এর পকেটে রাখেনা?
……………………….?
……………………….?
……………………….? সম্ভবত পাহাড়-পর্বতে Mobile Phone এর Signal ভালো আসেনা!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, August 26, 2011

jokesssssssss

ছোট মেয়ে তার মাকে বলছে-- জানো মা আপু না অন্ধকারেও দেখতে পায়।
মা -- কেমন করে বুঝলি?
ছোট মেয়ে-- প্রাইভেট টিউটরের কাছে পড়ার সময় যখন কারেন্ট চলে গেল তখন আপু না আমার স্যারকে বলছে এই তুমি আজ সেভ কর নাই ক্যান?
===================================================================================
এক ক্যাপ্টেন হঠাৎ অসুস্থ হয়ে শুকিয়ে গেছেন। পুরানো প্যান্টগুলো ঢিলা হয়ে গেছে। তিনি রাস্তার মোড়ে দাঁড়িয়ে বারবার প্যান্টটাকে টেনে তুলছেন।
একভদ্রমহিলা সেটা অনেকক্ষণ ধরে খেয়াল করছিলেন। তিনি ক্যাপ্টেনের সামনে গিয়ে বললেন, বারবার এটা করা কি ভাল হচ্ছে?
তখন ক্যাপ্টেন বললেন, আপনার মতে প‌ন্টটা ছেড়ে দেওয়াই কি ভাল হবে?
=================================================================
স্ত্রীঃ (গলায় উৎকণ্ঠা) বারান্দায় অমন কাপড়-চোপড় ছাড়া দাঁড়িয়ে আছো কেন? মানুষ তোমার জিনিস দেখছে!
স্বামীঃ (গুরুত্ব না দিয়ে) তাতে কি?
স্ত্রীঃ আহা ভিতরে আস, মানুষ ভাববে আমি তোমায় টাকার লোভে বিয়ে করেছি।
=================================================================
সৈনিকদের ক্লাশ নিচ্ছেন ক্যাপ্টেন। মাধ্যাকর্ষন সম্পর্কে বুঝাচ্ছেন। তিনি বললেন, কোন কিছু যত উপরেই ছুঁড়ে দেয়া হয় না কেন তা আবার মাটিতে এসে পড়বে।
হঠাৎ এক সৈনিক দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, স্যার মাটিতে না পড়ে যদি পানিতে পড়ে তাহলে?
ক্যাপ্টেন: ওটা নৌবাহিনীর ব্যাপার তোমার না জানলেও চলবে।
=================================================================
জেনারেল ক্রুশ্চেভ একবার একটি শুয়োরের খামার পরিদর্শনে গেলেন। শুয়োরের খাচার সামনে দাঁড়িয়ে ছবি তুললেন। কিন্তু সাংবাদিকরা পড়লো মহা বিপদে। কাল সকালে পত্রিকায় জেনারেলের ছবি আসবে কিন্তু ছবির ক্যাপশন কি লিখবে?
"শুয়োর পরিবেষ্টিত জেনারেল ক্রুশ্চেভ" - না হলো না।
"শুয়োরদের সাথে জেনারেল ক্রুশ্চেভ" - না এবারো হলো না।
পরদিন পত্রিকায় ছবি এল, ছবির ক্যাপশন হলো; "জেনারেল ক্রুশ্চেভ, বাম থেকে তৃতীয়"!
===============================================================
বাবা আর ছেলে মার্কেটে গেছে। হঠাৎ ছেলে দেখে বাপের প্যান্টের চেইন খোলা!
ছেলেঃ বাবা, বাবা, তোমার প্যান্টের চেন খোলা!
বাবাঃ স্টুপিড, এভাবে বলতে নেই। বলতে হয়, “তোমার মেকআপ বক্স খোলা”
পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি—–
ছেলেঃ বাবা, তোমার লিপস্টিক বের হয়ে গেছে।
==============================================================
জন্ম নিয়ন্ত্রন সম্পর্কে এক অবিবাহিতা তরুনী ডাক্তার গাঁয়ের বিবাহিতা মহিলাদের বোঝাচ্ছিলেন।
সব শোনার পর গাঁয়ের মহিলারা বললো," এসব আপনের দরকার কারন আপনের বিয়ে হয় নি, কিন্তু আমাগো সোয়ামি আছে "
==============================================================
এক লোকের বউ প্রেগন্যান্ট।একদিন মহিলার হঠাৎ পেটে ব্যাথা উঠসে পরে ব্যাটা তাড়াতাড়ি নিয়া গেসে ডাক্তারের কাছে।
ডাক্তার টেস্ট করে কয় আরে আপনার বউয়ের তো কিছুই হয় নাই,মনে হয় পেটে গ্যাস হইসে,এইটা তারই পেইন।
ঐ লোক তখন চেইতা ফায়ার হইয়া ডাক্তার রে কয়:'মিয়া আমার লগে ফাইজলামি করেন! আমি কি পাম্প নাকি?'
=============================================================
ভ্যালেন্টাইন ডে উপলক্ষে প্রেমিক-প্রেমিকা গেল একটা দামি রেস্টুরেন্টে দিনটাকে সেলিব্রেট করতে।
প্রেমিকঃ কী খাবে বলো।
প্রেমিকাঃ তুমিই অর্ডার দাও।
প্রেমিকঃ না আজ তুমি অর্ডার দিবে। তুমি তো জেনেই গেছ আমি আসলে কী খেতে ভালোবাসি।
প্রেমিকাঃ অসম্ভব! এতো লোকের মাঝে সেটা আমি করতে পারব না।
=============================================================
এক ছেলে এবং তার নতুন বান্ধবী এক সন্ধ্যায় শহর থেকে একটু দূরে গাড়ী নিয়ে বেড়াতে বেড় হলো। গাড়ী কিছু দূর যাওয়ার পর একটা নির্জন জায়গা দেখে মেয়েটি চিৎকার দিয়ে গাড়ী থামাতে বলল। ছেলেটি গাড়ী থামিয়ে মেয়েটির দিকে তাকাল। মেয়েটি বলল-”আসলে তোমাকে বলা হয়নি যে আমি একজন কল গার্ল এবং আমার রেট ২০০০ টাকা।” ছেলেটি অবাক না হয়ে তার দিকে তাকাল এবং তার প্রস্তাবে সম্মতি দিয়ে দুজন মিলন আনন্দে কিছুক্ষণ আদিম খেলায় মত্ত হলো। দৈহিক প্রশান্তির পর বান্ধবীর পেমেন্ট দিয়ে কিছুটা ক্লান্তি নিয়ে ছেলেটা একটা সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে ধোঁয়া ছেড়ে কুন্ডলী পাকাতে লাগল। তার নির্লিপ্ততা দেখে বান্ধবী ছেলেটি কে বলল-”আমরা বসে আছি কেন? চলো ফিরে যাই।” ছেলেটি আকাশের দিকে তাকিয়ে বলল-”ও তোমাকে আগে বলা হয়নি আমি একজন টেক্সী ড্রাইভার, এখান থেকে শহরে ফেরার ভাড়া হচ্ছে ২৫০০টাকা।
============================================================
একলোক এক ট্রাফিক মহিলাকে বিয়ে করল। বাসর রাতের পরদিন ট্রাফিক মহিলা ১০০০ টাকা জরিমানা করল এভাবে
ওভার স্পীড ৩০০
হেলমেট না পরা ৩০০
রং ওয়ে এট্রি ৪০০
============================================================
শিক্ষক: মশা মাছি অনেক রোগ ছড়ায়, তাদের বংশ বৃদ্ধি রোধ করতে হবে।
ছাত্র: হা হা হা হি হি হি হি হি হি.....
শিক্ষক: হাসির কি হলো?
ছাত্র: স্যার এতো ছোট বেলুন বানাবেন ক্যামনে!!!
===========================================================
স্বামী-স্ত্রী রতিক্রিয়ার সময়–
স্ত্রীঃ আজ তোমার কেমন লাগছে গো?
স্বামীঃ দারুন লাগছে ডার্লিং | ইচ্ছে করছে তোমার ভিতর চিরদিনের জন্য ডুকে যাই |
বারান্দায় কাজের বুয়াঃ ডুকে যাওয়ার আগে আমার টাকাটা দিয়ে যাবেন।
==========================================================
খদ্দেরঃ সেক্স করার সময় উভয়ই মজা পাই, তাহলে তুমি আমার কাছ থেকে পয়সা নেবে কেন?
পসারিনীঃ আউটগোয়িং এই চার্জ লাগে, ইনকামিং ফ্রি
==========================================================


Monday, August 1, 2011

jokes...18+

বউঃ তুমি আমার বুক দুইটারে খেয়ে খেয়ে এত বড় করে দিয়েছ।

স্বামীঃ মিছা কথা, এমন হইলে আমার ৫০ হাত কাপড় দিয়া জাইঙ্গা বানানো লাগত।

===================================================================

পুরুষাঙ্গ অতিশয় ভালো কারন-

সে বিনয়ী কাজ শুরু করার আগে দাঁড়িয়ে নেয়
আবেগপ্রবন কাজ করার শেষে কেদে দেয়
নতশীল সুষ্ঠভাবে কাজ সম্পাদনের পর আপাদমস্তক নুইয়ে পরে।


==================================================================


শিক্ষকঃ সবচেয়ে হালকা জিনিশ কি?
ছাত্রঃ পুরুষাঙ্গ।
শিক্ষকঃ কেমনে ?
ছাত্রঃ শুধু চিন্তা করলেই দাঁড়িয়ে পরে

Friday, June 3, 2011

Jokes.... (18+)

প্রেম চলাকালীন সময়ে প্রেমিকা প্রেমিককে বলল, এত জোরে না সোনা, প্লিজ। আমার হার্ট দুর্বল।
প্রেমিক আশ্বস্ত করল, ভয় পেও না, এটা অতদূর যাবে না।

==============================================================

এক লোক হঠাত্‍ দুপুর বেলা অফিস থেকে বাড়ি ফিরলো।বেড রুমে ঢুকে দেখে তার স্ত্রী আর অপরিচিত এক লোক সম্পূর্ন নগ্ন অবস্হায় খাঁটে শুয়ে যৌনকর্ম করছে।স্ত্রী জোরে জোরে চিত্‍কার করছে।দেখে লোকটির মাথা গরম হয়ে গেল।সে চেচিয়ে উঠলো”তোমরা কি করছ?”
অপরিচিত:গান শুনি
লোক:(দৌড়ে গিয়ে তার স্ত্রীর বুকে মাথা রেখে)ক্ই আমি তো শুনছি না?
অপরিচিত:আপনি তো হেডফোনের প্লাগ ই দেন নাই।শুনবেন কেমনে?

================================================================

প্রোগ্রামার স্বামী ল্যাপটপ নিয়ে কাজে মগ্ন। স্ত্রী এসে বলল, দাও না গো, একটু খেলি?
মনিটর থেকে চোখ না সরিয়ে উত্তর দিল প্রোগ্রামার, তুমি যখন রান্না করো, আমি কখনো হাঁড়ি চাই তোমার কাছে?

==============================================================

হাবলু অফিস থেকে বাসায় ফিরেই টেলিভিশনটা ছেড়ে দিয়ে স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস পানি দাও তো?’
হাবলুর স্ত্রী পানি এনে দিল। ঠিক পনের মিনিট পর হাবলু আবারো তার স্ত্রীকে বলল, ‘কিছু শুরু হওয়ার আগে আমাকে গরম গরম এক কাপ চা দাও তো?’

হাবলুর স্ত্রী একটু রেগে গিয়ে রান্নাঘর থেকে এক কাপ চা এনে দিল। চা শেষ করার কিছুক্ষণ পরেই হাবলু আবার তার স্ত্রীকে বলল, ‘শুরু হওয়ার আগে তুমি তাড়াতাড়ি আমার জন্য এক বালতি গরম পানি এনে দাও তো। কারণ, যে কোনো মুহুর্তে সেটা শুরু হয়ে যেতে পারে।’
এবারে হাবলুর স্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলল, ‘হচ্ছেটা কী শুনি? তুমি এমন করছো কেন আমার সঙ্গে? আজই আমি বাবার বাড়ি চলে যাবো। থাকো তুমি একা।’
‘বলছিলাম না যে কোনো মুহুর্তে শুরু হয়ে যাবে। এই বার সেটা শুরু হয়ে গেল। যাক বাবা, কাজগুলো আগেই সেরে ফেলেছিলাম।’—হাবলুর জবাব।

=============================================================

রাতে বিছানায় দম্পতি শুয়ে আছে। হঠাৎ করে স্বামীর সেক্স করতে ইচ্ছা হলো। সে স্ত্রীর কাঁধে টোকা দিলো এবং হাত ঘষে ইঙ্গিত দিতে লাগলো। স্ত্রী পাশ ফিরে স্বামীকে বললো, “ইয়ে, কাল না আমার গাইনেকোলজিস্ট এর সাথে অ্যপয়েন্টমেন্ট আছে। তাই আমি একটু ফ্রেশ থাকতে চাচ্ছি। আজ তাই সেক্স করবো না।” বেচারা স্বামী আর কি করবে। সে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু তার আর ঘুম আসে না। শেষে থাকতে না পেরে আবার তার স্ত্রীর কাঁধে টোকা দিলো। এবার সে স্ত্রীর কানে ফিসফিস করে বললো, “কাল কি তোমার ডেন্টিস্ট এর সাথেও অ্যপয়েন্টমেন্ট আছে?”

===========================================================

স্বামী (বাসর রাতে লাজুক ভাবে তার স্ত্রীকে)
- তুমি কি কখনো সেক্স মুভি দেখেছো?
স্ত্রী (ভীষন লজ্জা পেয়ে) – একবার দেখেছি।
স্বামী – এখন আমরা তাই করব, যা ঐ মুভিতে হয়েছে।
স্ত্রী (চিন্তা করে)
- তাইলে বাকী দুজন কই থেকে আনবে?


Tuesday, May 24, 2011

৩টি ধাঁধা------------অশ্লীল ভাবলে হইবা গাধা।

১। চারিদিকে বাল
মাঝখানে লাল।

কইনচেন দেহি এইটা কি জিনিস?





ANS : সিদুঁর।

================================================
২। ঢুকায় দিলাম কালোটা
বের করলাম লালটা।






ANS : কামারেরা আগুনের ভিত লোহা ঢুকিয়ে লাল করে

=========================================
৩। দুই ঠ্যাং ধরিয়া,
আপন কাজ সারিয়া,
দেয় তারে ছাড়িয়া।





ANS : সুপারী কাটার যন্ত্র


==================================================

EXTRA :

তিন জনে দরে এক জনে করে,করতে করতে মোখ দিয়া ফেনা ভাইর করে।






ANS :
চুলা আর ভাতের পাতিল


===========================================

Sunday, May 22, 2011

Jokes.... (18+)

রেদোওয়ান সাহেবের বড্ড জোরে লেগেছে,মুত্র বিসর্জন করা খুব দরকার,তাড়াহুরোতে ভুলে তিনি লেডিস টয়লেটে ঢুকে পরলেন
তিনি প্রবেশ করা মাত্রই একজন মেয়ের চিতকার শুনলেন ''how disgusting! এটা ত মেয়েদের জন্য!!
রেদো সাহেব জিপার খুললেন আর বললেন "এটাও মেয়েদের জন্যই!''
==========================================================

প্রেমিকা : ওগো, বিয়ের পরেও তুমি আমাকে ভালোবাসবে তো ?
প্রেমিক : সেটা নির্ভর করছে তোমার স্বামীর উপর, সে কতটা বেখেয়াল অথবা মুক্তমনের তার উপরে...

==========================================================

১ম বন্ধু : কিরে?? তোর হাতে-পায়ে ব্যান্ডেজ ক্যান??
২য় বন্ধু : পাবলিক গনপিটুনি দিছে!!! কোন দোষ ছাড়াই
১ম বন্ধু : ক্যান?? কি করছিলি??
২য় বন্ধু : দোকান থেকে ছবি ওয়াশ করায়া হাতে নিয়া বাসায় ফিরতেছিলাম.... বাতাসে
উইড়া গিয়া পড়লো এক মহিলার পায়ের নিচে
১য় বন্ধু : তারপর?? ২য় বন্ধু : আমি মহিলারে বললাম শাড়ি টা উঠান, ছবি তুলবো!!!!!এরপরেই আশেপাশের
লোকজন.... !!!!!!!!!!!

===========================================================

ইদানিং জনের মধ্যে সেই নার্ভাস ভাবটা নেইমেয়েদের সাথে সাচ্ছ্যন্দে কথা বলতে পারেতাই রাস্তায় একদিন একটা অপরুপ পরীকে দেখে এগিয়ে গ্যালো কথা বলতে

"এক্সকিউজ মি,আপনাকে যদি আমি এক মিলিওন ডলার দেই,তো আপনি কি আমার সাথে শোবেন" স্ট্রেইটকাট কথাবার্তা জনের

অলমাইটি ডলারস!তো এখানেও মেয়েটি একটু ভেবে রাজী হয়ে গ্যালো

"হ্যাঁ,শোব"

"আর যদি দশ ডলার দেই?"

"হোয়াট!কি বলছেন আপনি!আমাকে আপনি কি ধরনের মেয়ে মনে করেন??" পরী পুরো ক্ষেপে গ্যাছে

"কি ধরনের মেয়ে,সেটাতো আগেই বুঝেছিএখন একটু দরাদরি করছি আর কি!" মিটমিটিয়ে হেসে বলল জন


================================================================================



Saturday, May 21, 2011

Sexy Dhada...

"দুই ধারে বাল, মাঝখানে খাল
স্বামী আছে যতদিন,
দিতে হবে ততদিন।"
পাঠক, বলুন দেখি সহজ উত্তরটি???????











Ans : মেয়েদের মাথার সিথি।

Monday, May 9, 2011

=================================================================================

ইনজামাম ইংলিশে দুর্বল দেখে ভারতীয়রা ইনজামামকে নিয়া একটা কৌতুক বানাইছিলো
এক কমেন্টেটর ইনজামাম রে জিগাইলো : Hey INZI Ur Wife Had a Baby Last Night Is It True ?

ইনজামামের উত্তর : First Of All Thanks to Allah Then Credit goes To all Boys of pakistani Cricket team.they Really Worked very Hard. Specially AFridi Done Very Well !

=================================================================================

এক পার্টিতে এক মহিলা আর পুরুষ তুমুল তর্ক করছিলেন। কোন বিষয়েই তারা একমত হতে পারছিলেন না। এক সময় মহিলা বললেন, আচ্ছা আমরা কি কোন বিষয়েই একমত হতে পারি না? পুরুষ উত্তর দিলেন, অবশ্যই পারি। ধরুন কোন এক ঝড়-বৃষ্টির রাতে আপনি কোন এক রাজবাড়িতে আশ্রয় নিলেন। যেখানে এক ঘরের এক বিছানায় রাজকুমারী শুয়ে আছে আর অন্য বিছানায় তার পুরুষ পাহারাদার। আপনি কার সাথে শোবেন? উত্তর এল, অবশ্যই রাজকুমারীর সাথে। পুরুষটি বললেন, আমিও।

=================================================================================

১ম বন্ধু : কিরে
?? তোর হাতে-পায়ে ব্যান্ডেজ ক্যান??
২য় বন্ধু : পাবলিক গনপিটুনি দিছে!!! কোন দোষ ছাড়াই

১ম বন্ধু : ক্যান
?? কি করছিলি??
২য় বন্ধু : দোকান থেকে ছবি ওয়াশ করায়া হাতে নিয়া বাসায় ফিরতেছিলাম.... বাতাসে

উইড়া গিয়া পড়লো এক মহিলার পায়ের নিচে

১য় বন্ধু : তারপর
??
২য় বন্ধু : আমি মহিলারে বললাম শাড়ি টা উঠান, ছবি তুলবো!!!!!এরপরেই
আশেপাশের
লোকজন.... !!!!!!!!!!!

=================================================================================

আরাম খানের ছোটবেলার কাহিনীপোলাডা একদিন দেখে এক বড় ভাই একটা মেয়েরে চুমু দিচ্ছেবাসায় এসে আরাম খান মারে কয়, আম্মা! চুমা দিলে কি হয়? “

ওর মা ত খুব কড়াসে চায় পোলা ভালা থাকুকএইসব পাপ যাতে না করে তাই ডর দেখানের লাইগ্যা আরাম খানরে কইল, “ চুমা দেয়ার পর পোলাগুলার শরীর আস্তে আস্তে পাথর হইয়া যায়, পরে মাটিত পইরা মইরা যায়

আরাম খান কয় সত্যি?

আরাম খান আস্তে আস্তে বড় হয়যুবক হইলে একদিন এক মাইয়ার সাথে কথা হয়কথায় কথায় সম্পর্ক হয়মেয়েটা একদিন আরাম খানরে চুমা দিতে চায়আরাম মানা করে

আমার আম্মা কইছে মেয়েদের চুমা দিলে আমি মারা যামু

বোকা! আসোবলে মেয়েটা এগিয়ে একটা চুমা দিলচুমা শেষ না করতেই করতেই আরাম খান, আম্মা ঠিকই কইছিল বলে মাটিতে শুয়ে গড়াগড়ি দেয়া শুরু করছে

কি হইছে?

আল্লাহ রেআমি পাত্থর হইয়া মইরা যামুতোমারে চুমা দিতে না দিতেই আমার শরীরের একটা অংশ শক্ত হওয়া শুরু করছে

=================================================================================


Wednesday, April 27, 2011

Now english 18+

=================================================================

An arab was being interviewed at a US checkpoint.
‘Your name pls.’?
“Abdul Aziz ”
“Sex? ”
“Six times a week!! ”
“No, no, I mean male or female! ”
“Doesn’t matters, sometimes even camel !”

==================================================================

This is how India got its name…..
The king was having sex with his mistress while
thinking a name of his
country and his mistress ask him “is it In Dear?”…

==================================================================

What's six inches long, two inches wide, and drives women wild?
Money.

=========================================================================


Jokessssssssss

===================================================================
এক বাচ্চা সব সময় আংগুল চুষতো। তার মা তাকে ভয় দেখালো যে আংগুল চুষলে তার পেট ফুলে ঢোল হয়ে যাবে। কয়েকদিন পর এক পার্টিতে বাচ্চাটা তার মা বাবার সাথে গেল। সেখানে এক গর্ভবতী মহিলাও এসেছিল। ঐ মহিলাকে দেখে বাচ্চাটা তার সামনে গিয়ে বললো, "আমি জানি কিভাবে আপনার এমন হয়েছে।"

=====================================================================

এক লিফটম্যান ছিল চাকুরিতে একেবারে নতুন। কখনো ভাল ভাবে লিফট চালাতে শেখে নি। ১৭ তলায় এক লোক লিফট এ চড়ে তাকে বললো এক তলায় নিয়ে যেতে। লিফটম্যানটি এক তলায় এসে ভূলবশত প্রচন্ডভাবে ব্রেক কষলো। হটাৎ থেমে যাওয়ার কারনে সমস্ত লিফট ভয়ানক ঝাকি খেয়ে উঠলো। লিফটম্যানটি দুঃক্ষিত গলায় বললো, "আমি দুঃক্ষিত স্যার, আমি কি খুব জোরে লিফট থামিয়েছি?"
লোকটি রাগতস্বরে বললো, "না না তা কেন? আমি সব সময় আমার প্যান্ট খুলে গোড়ালীর কাছে ফেলে রাখি।"

===================================================================

এক তরুণ খুব দামি চারটা আন্ডারওয়্যার কিনলো। অন্যদের দেখানোর জন্য প্যান্টের জিপার খুলে রাখে সব সময়। সে একদিন ভুল করে আন্ডারওয়্যার পরে নাই আবার জিপার ও খোলা। তার এ অবস্থা দেখে কয়েকটি মেয়ে হেসে ফেললো। মেয়েদের হাসি দেখে সে আরও খুশি হয়ে বললোঃ 'এরকম আরো তিনটা বাসায় আছে।'

===================================================================

Wednesday, April 6, 2011

বাসর রাতে স্বামী বউয়ের চোখে বারবার চুমু দিচ্ছে
বউ বলল, “ বারবার চোখে চুমু দিচ্ছ কেন?”
স্বামী, “ তোমার চোখ হলো আমার কাছে ভালোবাসার বই,শুধু পাঠ করতে মন চায়”
বউ , “ নিচে লাইব্রেরীতে আগুন জ্বলছে,আর তুমি বই নিয়ে ব্যাস্ত”

============================================

কিরে তোর চশমা ভাঙ্গল কিভাবে?
: আর বলিস না। ওকে চুমু খেতে গিয়েছিলাম।
: কি আশ্চর্য ! চুমু খেলে চশমা ভাঙ্গে নাকি?
: না ইয়ে মানে...ও হঠাৎ দুই উরু দিয়ে চাপ দিল তো...

===========================================

Tuesday, April 5, 2011

জোকস --

একদিন এক মহিলা হোটেলে তার রুমে ফিরছিলেন লিফটে চড়ে। লিফটে একলোকের কনুইএর সাথে আচমকা তার বুকে ধাক্কা লাগে। লোকটি বলে” আমি দুঃখিত, আপনার মন যদি আপনার এই বুকের মত নরম হয় তবে নিশ্চয় মাফ করে দেবেন।“ তার উত্তরে মহিলা বলল” আপনার জিনিসটা যদি কনুইএর মত শক্ত হয়,তবে আমি রুম ২৪২এ আছি।

========================================================================================

রাতে বিছানায় এক মেয়ে তার নতুন বয়ফ্রেন্ডকে তার পুশি দেখিয়ে বলল “ এখানে তোমার আঙ্গুল ঢুকাও”। ছেলেটি আঙ্গুল দিলো আর মেয়েটি কাতরাতে লাগলো। মেয়েটি বলল দুটো আঙ্গুল দাও, ছেলেটি দিলো। এর পর মেয়েটি বল্ল তোমার পুরো হাত ঢুকিয়ে দাও, ছেলেটি তাই করল। এরপর মেয়েটি বলল তোমার দুই হাত আমার পুশির ভিতর ঢুকাও, ছেলেটি বিনা বাক্য ব্যায়ে তা করল। মেয়েটি এবার বলল” দেখত তুমি দুই হাতে তালি দিতে পার নাকি”? উত্তর আসলো “না”। এখন মেয়েটি বলল “ তোমাকে বলেছিলামনা ,আমার পুশি খুব টাইট”।

========================================================================================

ঠক!!! ঠক!!!! ঠক!!!!!
স্বামীঃ “বলতো কে”?
স্ত্রীঃ “ আমি জানি এটা কে”।
স্বামীঃ “ বলত আমি কী চাইছি”?
স্ত্রীঃ “ আমি জানি তুমি কি চাইছ”।
স্বামীঃ “বলত আমি কি দিয়ে নক করছি”?

=======================================================================================

Monday, March 28, 2011

jokes

এক কাপ চা আর একটি মেয়ের মাঝে মিলগুলো,

দুটিই আমরা বিছানায় পছন্দ করি,

দুটিই আমরা গরম অবস্থায় বেশী পছন্দ করি,

দুধ ছাড়া কোনটাই ভালো লাগেনা।



=============================================================

এক ভদ্রলোক তার স্ত্রীকে নিয়ে ট্যাক্সিতে করে যাচ্ছিলেন। রাস্তায় signal এ থামলে কিছু খারাপ মেয়ে এসে তার স্ত্রীকে বলল, দিদি, এ লোক কিন্তু টাকা নিয়ে অনেক ঝামেলা করে, আগেই মিটিয়ে নেবেন।

============================================================

একজন স্ট্রীট ম্যাজিশিয়ান ম্যাজিক দেখাচ্ছেন কোন এক আবাসিক এলাকার এক রাস্তার উপরে। সবাই সাগ্রহে তাকে ঘিরে আছে। মূল আকর্ষণ হচ্ছে নাকি তার ম্যাজিক স্পেল আউড়ানোর সাথে সাথে কোথাও নাকি কিছু দাঁড়িয়ে যাবে আর সবাই মিলে যদি ফুঁ দেয় তবে তা বসে পড়বে।

প্রথম বারঃ হ্রিঙ্গা ত্রিঙ্গা ছট্টে... সামনে দাঁড়িয়ে থাকা বাচ্চাটির পকেট থেকে পেন্সিলটি উঠে দাঁড়িয়ে গেলো। সবাই মিলে একযোগে ফুঁ... বসে পড়লো পেন্সিলটি তার জায়গায়।
দ্বিতীয় বারঃ ম্যাজিশিয়ানের মন্ত্র... মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রমহিলার মাথা থেকে তার হেয়ার পিনটি উঠে দাঁড়ালো। সবাই আবারো ফুঁ... বসে পড়লো হেয়ার পিন।
শেষ বারঃ মন্ত্র পড়া শেষ... সবাই ফুঁ দেবার অপেক্ষায়... কিন্তু কেউ বুঝতে পারছে না কোথায় কি দাঁড়ালো...!! আকস্মিক ভাবেই পাশের এক বাড়ীর দরজা খুলে একজন ৮৫ বছরের বৃদ্ধ বেরিয়ে এসে হাঁক ছাড়লেন, "এই পাঁজির দল, নচ্ছার গুলো, খবর্দার বলে দিচ্ছি, কেউ কিন্তু ফুঁ দিবি না হতচ্ছাড়ারা"...!!

Tuesday, March 22, 2011

Some jokes...(As usual 18+)

রাজধানীতে দুপুরে বাসায় কেউ নেই। এক ভদ্র মহিলা কাপড় চোপড় খুলে গোসল করছেন। এমন সময় বাসার কলিং বেল বাজল। মহিলা ভাবলো, এমন দুপুর বেলায় কারও আসার কথা নয়। নিশ্চয় ফকির এসেছে। শরীর ভিজিয়েছি আবার কাপড় পড়বো? আচ্ছা কাপড় ছাড়াই লুকিং গ্লাস দিয়ে দেখি কে? যদি ফকির হয় তাহলে ভিতর থেকেই না করে দিবো ভিক্ষা দেওয়া যাবেনা। মহিলা দরজার ফুটা দিয়ে দেখেন, ফকির নয়, এসেছে পাশের বাসার অন্ধ ছেলে রাজু। মহিলা ভাবলেন, কাপড় গায়ে নেই, অন্ধ রাজুর সাথে দরজা খুলে কথা বললেও সমস্যা কি? ও তো আর দেখবেনা আমি ল্যাংটা। দরজা খুলে-
মহিলাঃ কি ব্যাপার রাজু তুমি এই দুপুর বেলায়, আবার তোমার হাতে মিষ্টিও দেখছি?
অন্ধ রাজুঃ জী খালাম্মা, এই মিষ্টিগুলো রাখেন, আম্মা পাঠিয়েছে।
মহিলাঃ কি কারনে মিষ্টি রাজু?
অন্ধ রাজুঃ খালাম্মা আমি আজ সকাল থেকে দেখতে পাচ্ছি।

==================================================================
(Very much Dirty Jokes- Be carefull)
বিশ্ব বিরাট ভোদা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হলিউড, বলিউড, ঢালিউডের নায়িকারা তাদের বিশাল বিশাল ভোদার তেলেসমাতি দেখাতে হাজির। সবাই স্ক্রীনের দিকে তাকিয়ে.........

প্রথমে এলো মাধুরী দিক্ষিত...... শাহারুখ খান ট্রেনের উপরে দলবল সহ চীজ বাড়িহে মাস্তে মাস্তে গানের সাথে নাচতে নাচতে মাধুরী দীক্ষিতের ফাক করে ধরা ভোদার মধ্যে ট্রেন সহ ঢুকে গেলো.........!!! উপস্থিত সবাই হাত তালি দিয়ে ফেটে পড়লো......

এরপর কেট উইন্সলেট......... একটা আইস বার্গের সামনে কেট ভোদা ফাক করে ধরে দাঁড়ালো......... আর টাইটানিকের চেয়ে আরও ২ গুন বড় জাহাজের মাথায় লিওনারদও দুহাত তুলে দাড়িয়ে কেটের ভোদার মধ্যে কি সহজেই চালান হয়ে গেলো ........!!! উপস্থিত দর্শক হাত তালি দিয়ে ফেটে পড়লো......

এভাবে একে একে আরও অনেক ভোদার কারিশমা দেখে মুগ্ধ! হাতধো, পাধো, ধনধো...... হয়ে গেলো ! এবার পুরুস্কার ঘোষণার পালা.........

সবাইকে আবারো অবাক করে ঘোষণা এলো ওয়ার্ল্ড বিগ ভোদা কম্পিটিশনের প্রথম পুরুস্কার বিজয়ী ওয়ান অ্যান্ড অনলী মিস ঢালীউড ( ঢাকার বিএফডিসি)...... ময়ুরী!

উপস্থিত দর্শক, এজেন্ট, ফ্যান সবাই প্রতিবাদে ফেটে পড়লো...... যাকে এই প্রতিযোগিতায় কেউ দেখলই না সে কিভাবে ফার্স্ট হয়.........???

উপস্থাপক সবাইকে থামতে অনুরোধ করে বললো, " আপনারা প্লিজ বসুন, উত্তেজিত হবেন না। আমি এই প্রথম পুরুস্কারের কারন ব্যাখ্যা করছি। আপনারা এই যে দেখলেন......মাধুরীর ভোদার মধ্যে ট্রেন সহ শাহারুখ ঢুকে গেলো...... টাইটানিকের চেয়েও ২ গুন বড় জাহাজ কেটের ভোদার মধ্যে চালান হয়ে গেলো...... এই যে বিশাল আয়োজন, এই যে আপনি-আমি আমরা সবাই বসে আছি......... এই সবই হচ্ছে একজনের মহা বিশাল বিরাট ভোদার মধ্যে......!?!?! আর সে হচ্ছে...... আমি আবারো ঘোষণা দিচ্ছি.........ওয়ান অ্যান্ড অনলী মিস ঢালীউড...... ময়ুরী! ময়ুরী! ময়ুরী!......"

=================================================================

Sunday, February 6, 2011

Dirty jokes... (very much 18+)

=================================================

একরাতে মহিলা টিভিতে রান্নার অনুষ্ঠান দেখছিল, তা দেখে তার জামাই এসে বলল, ‘তুমি রান্নার অনুষ্ঠান দেখছ কেন? তুমি তো রান্নাই করতে পারো না’

‘তুমি তাহলে চুদাচুদির ভিডিও দেখ কেন?’ বউয়ের পালটা জবাব।



====================================

সেক্স করার পর বিছানায় শুয়ে বয়ফ্রেন্ডকে গার্লফ্রেন্ড বলছে, ‘ইশ! আমার দুধ দুটো যদি আর একটু বড় হতো?’

‘হুম এক কাজ কর, প্রতিদিন দুধ দুটোয় একটা করে টয়লেট টিস্যু ঘষ’ বয়ফ্রেন্ড বলে।

‘কেন কেন?’ গার্লফ্রেন্ড অবাক।

‘পাছায় ঘষে ঘষে যা একখান পাছা বানিয়েছ, দুধে ঘষলে হবে না?’

==============================================

একরাতে এক দম্পতি চুদাচুদি করছিল। এসময় তাদের ঘরে একটা মৌমাছি ঢুকে পড়ল। জামাই বউয়ের ভোদায় মাল ছেড়ে সোনা বার করতে হঠা করে মৌমাছিটা বৌয়ের ভোদায় ঢুকে পড়ল। জামাই মহা চিন্তিত হয়ে বৌকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার তাদের কথা মন দিয়ে শুনে কিছুক্ষন চিন্তা করে করে বলল, ‘হুম, ব্যাথা না দিয়ে আপনার স্ত্রীর যোনি থেকে মৌমাছিটা বের করার একটাই উপায় আছে। আমি আমার পেনিসে মধু মাখিয়ে আপনার স্ত্রীর যোনিতে ডুকাব আর বের করব, সেই মধুর নেশায় মৌমাছিও বের হয়ে আসবে’

উপায় না দেখে স্বামী তাতেই নিমরাজি হলো। ডাক্তার তার সোনায় মধু মাখিয়ে বৌটার ভোদায় ঢুকিয়ে থাপ দিতে লাগল। আস্তে আস্তে কয়েকটা থাপের পর ডাক্তার বলল, ‘মৌমাছিটা মনে হয় গন্ধ পায়নি, আরেকটু ভেতরে ঢুকাই’ বলে ডাক্তার আরো জোরে জোরে থাপ দিতে লাগল। মেয়েটা এবার বেশ উত্তেজনা আর সুখ বোধ করতে লাগল। সে শীকার দেয়া শুরু করল, ‘ওহহহহ! ডাক্তার…আআআহহহ!!’

গভীর মনোযোগের সাথে থাপাতে থাকা ডাক্তারের চেহারাতেও এবার যৌনত্তেজনার ভাব ফুটে উঠল। সে এবার মেয়েটার মাই দুটো ধরে চেপে থাপাতে লাগল।

এই দৃশ্য দেখে জামাই আর সহ্য করতে পারলো না। ‘একি! করছেন কি আপনি ডাক্তার?!’

‘প্ল্যান বদল, মৌমাছি ব্যাটাকে চুবিয়ে মারব’ ডাক্তারের জবাব।


========================================================================


ছোট্ট টুকু স্কুল থেকে বাসায় ফিরে দেখল উঠানে একটা মুরগি মরে আছে, মরা মুরগির দেহ শক্ত হয়ে পা দুটো আকাশের দিকে মুখ করে আছে। টুকুর বাবা বাসায় ফিরতেই সে তার কাছে ছুটে গেল। ‘আব্বা আব্বা, আমাগো মরা মুরগিটার পা দুইটা আকাশের দিকে খাড়া হইয়া আসে কেন?’

‘ওর আত্মা যেন তাড়াতাড়ি উপরে উইঠা যাইতে পারে’ বাবার জবাব।

কয়েকদিন পর টুকুর আব্বা বাসায় ফিরতে সে আবার দৌড়ে গেল।

‘আব্বা, আব্বা, আইজকা আরেকটু হইলেই আম্মায় মইরা গেসিল’

‘কেন কেন কি হইসে?’ টুকুর বাবা শঙ্কিতভাবে জিজ্ঞাসা করেন।

‘আম্মায় আইজকা হেইদিনের মরা মুরগিটার মত আকাশের দিকে পা তুইলা চিল্লাইতেসিল, ‘আমার হইয়া যাইতেসে, আমার হইয়া যাইতেসে’। রহিম চাচায় যদি খালি আম্মার উপরে উইঠা হেরে বিছানার লগে চাইপা ধইরা না রাখত……’


=======================================================================


এক তরুন তার বিয়ের তিনদিন আগে ফুটবল খেলতে গিয়ে সোনায় লাথি খেল। ব্যাথায় কোঁকাতে কোঁকাতে সে ডাক্তারের কাছে গেল। ‘ডাক্তার সাহেব, দেখেন কি অবস্থা, এদিকে তিনদিন পরে আমার বিয়ে, আর আমার হবু বৌ সবদিক দিয়ে কুমারী’

ডাক্তার তরুনকে চিন্তা করতে মানা করে তার সোনায় শক্ত কাগজের ব্যান্ডেজ করে দিলেন যাতে ওটা খাড়া হয়ে থাকে। বিয়ের পর বাসর রাতে তরুনটির বউ তার সামনে দাঁড়িয়ে একটানে ব্লাউজ খুলে তার সুডৌল মাইগুলো বের করল, এগুলো তরুনের এই প্রথম দেখা। ‘দেখ আমার এই দুধ আজ পর্যন্ত কেউ ছোয়নি’ মেয়েটি গর্বিত স্বরে তরুনকে বলল। তরুন তাই শুনে প্যান্ট খুলে বউকে দেখালো, ‘দেখ আমার সোনার এখনো মোড়কই খোলা হয়নি!’


======================================================================


দুই সেক্স পাগল তরুন তরুনী সবে বিয়ে করেছে। বাসররাতের পর সকালে ঘুম থেকে উঠে পাশে বৌকে না পেয়ে ছেলেটা নিচে গিয়ে দেখল তার বৌ রান্নাঘরে নগ্ন অবস্থাতেই তার জন্য অপেক্ষা করছে। ‘নাস্তায় কি খাবে সোনা?’ বৌ জিজ্ঞাসা করল।

‘তোমার ভোদা’ জামাইয়ের জবাব। তাই ওরা আবার বেডরুমে গিয়ে কিছুক্ষন চুদাচুদি করল। তারপর জামাই অফিসে চলে গেল। লাঞ্চের জন্য ঘরে আসতে আবার বৌ জিজ্ঞাসা করল, ‘দুপুরে কি খাবে, ডারলিং?’

‘তোমার ভোদাতেই চলবে’ বলে আবার বউকে জড়িয়ে ধরে বেডরুমে নিয়ে চুদাচুদি করে ছেলেটা আবার কাজে ভলে গেল।

সন্ধ্যা অফিস থেকে ফিরে সে দেখল তার বৌ সোফায় বসে ভোদায় হেয়ার ড্রায়ার ধরে রেখেছে।

‘একি করছ গো?’ ছেলেটি অবাক হয়ে জিজ্ঞাসা করে।

‘তোমার রাতের খাবার গরম করছি’ বউয়ের উত্তর।


=====================================================================





Tuesday, February 1, 2011

New 18+ Jokes...

==================================

আমার গার্লফ্রেন্ড আমাকে ফোনে দিয়ে বলল-" আগামীকাল বাসায় চলে এস,কেউ থাকবে না"..কথা মত আমি সেজেগুগে গিয়ে দেখি বাসায় কেউ নেই... :D

==================================

মেয়েদের টি শার্ট এ সবচেয়ে মজার জিনিস কি লিখা থাকতে পারে
"excuse me --- আমার ফেইস উপরে "

===================================

এক তরুণী হানিমুন থেকে ক্লান্ত এবং বিরক্ত হয়ে যখন বাসায় ফিরল তখন তার বান্ধবী জিগ্গেস করলো---
---কি হয়েছে? এত ক্লান্ত দেকাচ্ছে কেন তোকে ?
---যখন ৭০ বছরের বুড়ো আমাকে বলল গত ৫০ বছরে সে অনেক জমিয়েছে...তখন আমি ভেবেছি টাকা...

===================================

আঙ্গুল থেকে রক্ত টানার পর নার্স জনৈক রোগীর আঙ্গুল মুখে ঢুকিয়ে চুসে দিল---
রোগী আনন্দে নাচতে লাগলো..
নার্স : কি হয়েছে ? আপনি নাচছেন কেন??
রোগী : আমার পরবর্তী টেস্ট হচ্ছে-ইউরিন টেস্ট...

====================================

এক জন্মদিনের পার্টিতে এক তরুণী এক ভদ্র লোককে জিগ্গেস করলো---
তরুণী : আন্কেল, পর্সাব করার জায়গাটা দেখাবেন দয়া করে....
ভদ্র লোক : অসভ্য মেয়ে....প্রথমে তুমি দেখাও

===================================

উকিল : আপনি আপনার বউকে কেন ডিভোর্স দিতে চান?
স্বামী : বিছানায় সে আমাকে খুসি করতে পারে না.....
স্ত্রী : সারা এলাকা খুসি সুধু উনি খুসি না....;

===================================